বই ডিটেইলস
লেখক
আহম্মদ উল্লাহ
Ex-আইন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
আপনার ইংরেজি Textbook টি তৃপ্তিসহকারে পড়তে আহমেদ স্যারের Text Marker বইয়ের কোনো বিকল্প নেই। এবার চলুন জেনে নেই, কী কী আছে এই বইটিতে।
১। প্রতিটি প্যাসেজ পড়ার সময় আপনি যেসকল শব্দের অর্থ জানবেন না ঠিক শব্দের পাশেই দেখবেন অর্থ লেখা আছে।
২। Lesson এর শেষে থাকা মূল বইয়ের Vocabulary গুলোকে সাজানো হয়েছে অনন্যভাবে, যেখানে শব্দগুলোর বাংলা অর্থ, Synonym, Antonym, Parts of Speech, Derivatives ও Sentence Making (এগুলই কিন্তু পরীক্ষায় হুবহু আসে)।
৩। প্যাসেজ পড়া শেষে সেই প্যাসেজ থেকে যত ধরণের প্রশ্ন হতে পারে, তা টপিক ভিত্তিক MCQ আকারে সাজানো আছে (Textbook এর ওপর লিখিত অন্য কোনো বইতে এভাবে লেখা নেই।
৪। মূল বইয়ের প্রতিটি Lesson শেষে ঐ Lesson থেকে MCQ প্রশ্নগুলো যেসকল Topic এর ওপর ভিত্তি করে সাজানো হয়েছে তা হলো-
- Synonym
- Antonym
- Phrase Idioms
- One Word Substitution
- Appropriate Preposition
- Group Verb
- Correct Spelling
- Identification of Parts of Speech
- Vocabulary Based Gap Filling
- Grammar Based Gap Filling
- Information Based / Comprehensive Question
৫। কবিতাগুলোর বাংলা অনুবাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইনের ব্যাখ্যা ও Literary Device বা Figure of Speech এর ব্যাখ্যাসহ Identification
৬। এছাড়াও পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য সকল Figure of Speech নিয়ে আলাদা অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা।
৭। পাশাপাশি পরীক্ষায় আসতে পারে এমন সম্ভাব্য সকল Literary Terms নিয়ে আলাদা অধ্যায়ে রয়েছে বিস্তারিত আলোচনা।
৮। পুরো Textbook এর Grammar এর আলোচনা এক নজরে পড়ে ফেলার জন্য রয়েছে Textual Grammar নামে ২৫ পৃষ্ঠার সম্পূর্ণ আলাদা একটি অধ্যায়। যেখানে ব্যাখ্যাসহ মূল বইয়ের লাইন তুলে দিয়ে Grammar আলোচনা করা হয়েছে।
৯। যেহেতু ঢাবির লিখিত প্রশ্নের সব কিছুই Textbook থেকেই থাকে, সেহেতু প্রতিটি Lesson শেষে রয়েছে সম্ভাব্য সকল ধরেনের Written নিয়ে পূর্ণ আলচনা। যেখানে পাবেন-
- Textual Paragraph
- Explanation
- Summary
- Theme
- Make Sentence
- Fill in the Gaps etc.
১০। এছাড়া লিখিত প্রস্তুতিতে পূর্ণাঙ্গ করতে রয়েছে আলাদাভাবে Non-Textual ৩৫টি Paragraph, Textbook এর Lesson ভিত্তিক ৫০+ Fill in the Gaps
১১। এছাড়াও পাবেন ১০০০+ Translation, যা আপনার Written এর ভয়কে জয় করতে সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশা আল্লাহ।